সিনেমা হল বাঁচাতে বিশেষ তহবিল করছে সরকার

ছবি: হাসান মাহমুদ

সিনেমা হলগুলোকে বাঁচাতে বিশেষ তহবিল গঠন করতে চায় সরকার। এই তহবিল থেকে ঋণ পাবেন সিনেমা হলের মালিকেরা। বিশেষ তহবিল গঠনের জন্য তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই কথা জানিয়েছেন। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরেবাংলা নগরের পরিকল্পনায় এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এতে অংশ নেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের বহু সিনেমা হল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সিনেমা হলের মালিকেরা হলগুলো পুনর্বাসনে ঋণ চান। সিনেমা হলগুলো পুনরায় বাঁচাতে আর্থিক সহায়তা দিতে বিশেষ তহবিল গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজকের একনেক সভায় ২ হাজার ৫৭০ কোটি টাকার পাঁচটি প্রকল্প পাস হয়েছে। এর মধ্যে তিনটি নতুন প্রকল্প ও দুটি পুরোনো প্রকল্প। পুরোনো প্রকল্পগুলোর খরচ বৃদ্ধি করা হয়েছে, ওই বর্ধিত খরচ অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো হলো ৪৭১ কোটি টাকার কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন (তৃতীয় সংশোধিত); ৬৩ কোটি টাকার মহিষ গবেষণা ও উন্নয়ন; ১ হাজার ৪৫৪ কোটি টাকার ডিপিডিসির আওতাধীন এলাকায় উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ ব্যবস্থায় ক্যাপাসিটর ব্যাংক স্থাপন ও স্মার্ট গ্রিড ব্যবস্থার প্রবর্তন; ৪৪ কোটি টাকার গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম এবং ৭৯৯ কোটি টাকার শেখ কামাল ১১টি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প।