সিলেটে আজ

মৌচাক: সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যাসহ শিশু নির্যাতনবিরোধী জারি গান, নগরের কিনব্রিজ এলাকায়, বেলা সাড়ে চারটায়।
সিলেট সাহিত্য পরিষদ: পাক্ষিক সাহিত্য আড্ডা, ধোপাদীঘিরপার এলাকার মা কমিউনিটি সেন্টারে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ: দলীয় ও একক আবৃত্তি পরিবেশনা, রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে, বেলা সাড়ে পাঁচটায়।