সিলেটে দখলকৃত জায়গা মুক্ত করলেন ইউএনও

সিলেটের জকিগঞ্জ উপজেলায় দখল করে রাখা সরকারি রাস্তা অভিযান চালিয়ে দখলমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অভিযানে সরকারি সড়ক দখল করে নির্মাণ করা বেড়া উচ্ছেদ করা হয়।

সোমবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার কান্দিগ্রামে সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযান চালান ইউএনও সুমী আক্তার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোমে দাস, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কান্দিগ্রামের বাসিন্দা জবরুল হক ও তাঁর পরিবারের সদস্যরা বিলেরবন্দ থেকে হাইল ইসলামপুরের রাস্তার কিছু অংশ বেড়া নির্মাণ করে দখল করছিলেন। এ নিয়ে স্থানীয় প্রশাসনে একাধিকবার অভিযোগ দেওয়া হয়। এর পূর্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দখলমুক্ত করা হয়। সম্প্রতি ওই সড়কের সংস্কারকাজ চলমান। এর মধ্যে জবরুল হক ওই সড়ক আবার দখল করে বেড়া দেন। এতে সড়কটি সরু হয়ে যানবাহন চলাচল এবং লোকজনের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার সকালে ইউএনও ও থানা–পুলিশের কাছে অভিযোগ করেন হাইল ইসলামপুর গ্রামের এক বাসিন্দা। পরে ইউএনও সুমী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোমে দাসসহ থানার পুলিশ সদস্যদের উপস্থিতিতে দখল হওয়া সরকারি রাস্তার জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

দখলদারদের সতর্ক করেন ইউএনও সুমী আক্তার। তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ ছিল, সরকারি রাস্তার জায়গা দখল করা হয়েছে। এতে স্থানীয় লোকজনের ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সরকারি রাস্তার জায়গা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘রাস্তার সংস্কার চলমান। রাস্তার জায়গা দখল করে রাখায় সংস্কারকাজে সমস্যা হচ্ছিল। আমরা অভিযান চালিয়ে দখল হওয়া জায়গা উদ্ধার করেছি। সরকারি জায়গা ভবিষ্যতে দখলের চেষ্টা করলে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’