‘সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড’–এ পুরস্কৃত হলেন আলোকচিত্রী সাজিদ হোসেন

সাজিদ হোসেন এ ছবির জন্য ‘সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড’–এ পুরস্কৃত হয়েছেন। গত বছরের ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ছবি।

আন্তর্জাতিক ক্ষেত্রে সুপরিচিত সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় পুরস্কার জিতলেন আলোকচিত্রী সাজিদ হোসেন। এবার সারা বিশ্বের ১৫৬টি দেশ থেকে ৪৮ হাজারের বেশি ছবি এ প্রতিযোগিতায় জমা পড়ে। ডকুমেন্টারি অ্যান্ড ফটো জার্নালিজম বিভাগে তাঁর ‘ডেথ অব আ ফায়ার ভিকটিম’ শিরোনামের ছবিটি সেরা হিসেবে পুরস্কার পেয়েছে।

সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডে পুরস্কার পাওয়া অত্যন্ত সম্মানজনক বলে মনে করেন আলোকচিত্রীরা। প্রতিযোগিতার ১০টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি বিভাগে তিনজনকে সেরা ঘোষণা করা হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বের বিভিন্ন দেশের ৬৪ জন বিচারক।

সাজিদ হোসেন

সাজিদ হোসেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী। দেড় যুগের বেশি সময় ধরে পেশাদার আলোকচিত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গত ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পুরস্কার ঘোষণা করা হয়। করোনা মহামারির কারণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরস্কারটি হাতে পেয়েছেন সাজিদ।

সাজিদের তোলা ছবিটি গত বছরের ২৮ মার্চের। সাজিদ বলেন, ‘ওই দিন দুপুর ১২টা নাগাদ বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। ভবনের মাঝামাঝি তলাগুলোয় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি। ওপর তলাগুলোয় আটকে পড়া মানুষ ভাঙা গ্লাস দিয়ে বাঁচার জন্য চিৎকার করতে দেখি। জীবন বাঁচাতে ভবনের পাশে থাকে তারগুলো ধরে ১৪ তলা থেকে নিচে নামতে শুরু করেন অনেকে। ওই পরিস্থিতিতেই ছবিটি তোলা হয়।’