সুইমিংপুল উদ্বোধন

নির্মাণের ১১ বছর বন্ধ থাকার পর রাজবাড়ীর একমাত্র সুইমিংপুল গতকাল বুধবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। শহরের ভবানীপুরে প্রায় তিন একর জমির ওপর তিন কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ২০০৩ সালে একটি কমপ্লেক্সসহ সুইমিংপুল নির্মাণ করা হয়। কিন্তু বরাদ্দ না থাকায় এত দিন কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে সুইমিংপুলটি সংস্কার করা হয়। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ কাজী কেরামত আলী।