সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুসহ দুইজনের প্রাণ গেছে। এর মধ্যে বাড়ির উঠানে খেলার সময় আজ বুধবার বিকেলে শিশু ইস্তাক আহমদের (৪) মৃত্যু হয়েছে। শিশুটি সদর উপজেলার হবতপুর ইমাম হোসেনের ছেলে। আর ঝড়ের কবলে পড়ে গতকাল মঙ্গলবার রাতে নৌকাডুবিতে বিপ্টু দাস (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি জেলার জামালগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সদর উপজেলার হবতপুর গ্রামে আজ বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশু ইস্তাক। একপর্যায়ে উঠানের পাশে থাকা বন্যার পানিতে পড়ে তলিয়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

অন্যদিকে জামালগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের বিপ্টু দাস মঙ্গলবার রাতে অন্যদের সঙ্গে একটি নৌকায় করে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে যাচ্ছিলেন। পথে রাত দুইটার দিকে তাঁদের বহনকারী নৌকাটি ঝড়ের কবলে পড়ে জামালগঞ্জের পাগনার হাওরে ডুবে যায়। এতে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও বিপ্টু দাস নিখোঁজ হন। আজ সকালে হাওর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আবদুন নাসের জানান, বিপ্টু দাস মাছ ব্যবসায়ী ছিলেন। ঝড়ে নৌকাডুবে তিনি মারা গেছেন।