সুন্দরগঞ্জে ইউএনওসহ ৯ জন করোনায় সংক্রমিত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী লুৎফুল হাসানসহ ৯ জন গতকাল বুধবার নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

গাইবান্ধার সিভিল সার্জন এ বি এম আবু হানিফ জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গতকাল সন্ধ্যায় পাঠানো রিপোর্টে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, এ নিয়ে জেলায় ১৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান সরকার বলেন, ‘গত শনিবার ইউএনও কাজী লুৎফুল হাসানের জ্বর হলে তিনি বিষয়টি আমাকে জানান। আমি তাঁকে আইসোলেশনে থাকার পরামর্শ দিই। এরপর থেকে তিনি আর অফিসে যাননি। পরে গত সোমবার তাঁর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার সন্ধ্যা সাতটায় সেই নমুনা পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া যায় ইউএনওর করোনাভাইরাস পজিটিভ।’

আশরাফুজ্জামান বলেন, তবে এখন আর ইউএনওর জ্বর নেই। নেই করোনার অন্য কোনো উপসর্গও। বর্তমানে তিনি সুস্থ আছেন। এরপরও তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নেবেন। এ ছাড়া ইউএনওর সংস্পর্শে আসা অন্যান্য দপ্তরের কিছু কর্মকর্তা ও কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে রাখা রয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া তাঁর সংস্পর্শে আসা অন্য ব্যক্তিদের শনাক্ত অব্যাহত রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।