সুন্নি সমাবেশ

বিশ্বব্যাপী মুসলিম গণহত্যা বন্ধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নি সমাবেশ করবে আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক এম এ মতিন এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয় কমিটির সদস্যসচিব মোছাহেব উদ্দিন বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চলা ইহুদিবাদী ষড়যন্ত্রের আধুনিক জঘন্যতম অধ্যায়ের নাম তথাকথিত জঙ্গিবাদ। পাশ্চাত্যে এ সন্ত্রাসবাদের প্রজনন হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এম এ মান্নান, শেখ আবুল করিম, বদরুদ্দোজা বারী, সৈয়দ মছিহুদ্দৌলাহ, স উ ম আবদুস সামাদ, আবুল ফরাহ ফরিদুদ্দিন প্রমুখ।