সুফিকোষের প্রণেতা অধ্যাপক আবুল খায়ের মারা গেছেন

মোহাম্মদ আবুল খায়ের
ছবি: প্রথম আলো

বিশিষ্ট সুফি-গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

মোহাম্মদ আবুল খায়ের লেখক হিসেবে খায়ের সামাদি নামে বেশি পরিচিত ছিলেন।

সর্বশেষ তিনি রাজধানীর বাঙ্‌লা কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন। তিনি সুফিবাদের ওপর কয়েকটি বই লিখেছেন। তাঁর দীর্ঘ গবেষণার ফল সুফিকোষ গত ২৬ মার্চ বইমেলায় প্রকাশিত হয়। এ ছাড়া তিনি ঢাকার সরকারি মিউজিক কলেজের থিওরিটিক্যাল মিউজিকেও পাঠদান করেছেন। নিজেও লোকসংগীতের চর্চা করতেন। সপ্তাহখানেক আগে  তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার আইসিইউতে নেওয়া হয়।