সেই ব্যক্তিকে তিনটি নয়, একটি টিকা দেওয়া হয়েছে: বিএসএমএমইউ

ওমর ফারুক। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেছেন, নারায়ণগঞ্জের ওমর ফারুককে করোনার একটি টিকা দেওয়া হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওমর ফারুক তিনটি টিকা নেওয়ার যে দাবি করেছেন, তা সঠিক নয়। আজ বৃহস্পতিবার মুঠোফোনে বিএসএমএমইউর পরিচালক প্রথম আলোকে এই কথা জানান।

গত সোমবার নারায়ণগঞ্জের বাসিন্দা প্রবাসী শ্রমিক ওমর ফারুক বিএসএমএমইউতে টিকা নেন। পরে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, বিএসএমএমইউ হাসপাতাল তাঁকে সেদিন তিনটি টিকা দিয়েছে। পরে তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নজরুল ইসলাম খান জানিয়েছেন, নারায়ণগঞ্জের ওমর ফারুক এখন তাঁদের হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা নিরূপণে মেডিসিন বিভাগের চিকিৎসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে তাঁকে হাসপাতালে আনেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।