সেরা ১০ দলের প্রেজেন্টেশন

‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’-এর পুরো আয়োজনের উদ্দেশ্য হলো ভৌত স্থাপনার প্রকৌশলচর্চা বিষয়ে সচেতনতা তৈরি, পুরকৌশল শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি এবং তাঁদের আন্তর্জাতিক মানে গড়ে উঠতে অনুপ্রেরণা দেওয়া। এটি মূলত পুরকৌশলের শিক্ষার্থী ও স্নাতকদের জন্য একটি ‘কাঠামোগত প্রকৌশল নকশা’ প্রতিযোগিতা। আয়োজনের একাডেমিক সহযোগী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগ ও বুয়েট-জাপান ইনস্টিটিউট অব ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটি (বুয়েট-জেআইডিপিইউএস)। দুটি ধাপ পেরোনোর পর চূড়ান্ত পর্বে পা রাখা সেরা ১০ দলকে নিয়ে গতকাল শনিবার অনলাইনে প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

সেরা ১০ দল হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট স্পার্কলার্স ও টিম ডেক্সট্রস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাস্ট ক্রিপ্টোনাইট ও সাস্ট ইনভিনসিবল, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মিস্ট টাস্কফোর্স ও স্পার্কস অব মিস্ট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনারশিয়া, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্য কনকিওরার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের বিল্টেক, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে টিম ইউআইটিএস।