সোনার বার উদ্ধারের মামলায় যাবজ্জীবন

চট্টগ্রামে সোনার বার উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম শাহনেওয়াজ মোরশেদ।

আজ সোমবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী এই রায় দেন। আদালত একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

সরকারি কৌঁসুলি উত্তম কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ২৩ জুলাই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রী শাহনেওয়াজের কাছ থেকে ১৪৬ টি সোনার বার উদ্ধার করে কাস্টম কর্তৃপক্ষ। এই ঘটনায় নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তদন্ত শেষে ওই বছরের ১০ নভেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন আসামি শাহনেওয়াজ। পরে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন আদালত।