সোলার মিনি গ্রিড বিদ্যুতের মূল্য নির্ধারণে নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়

হাইকোর্ট ভবন
ফাইল ছবি

আইনের বিধান অনুসারে সোলার মিনি গ্রিডের বিদ্যুতের মূল্য নির্ধারণে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) প্রস্তাব পাঠানোয় নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে সোলার মিনি গ্রিডের বিদ্যুতের মূল্য নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে রুলে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

সোলার মিনি গ্রিডের বিদ্যুৎ তথা নবায়নযোগ্য জ্বালানির মূল্য নির্ধারণের জন্য বিইআরসির কাছে প্রস্তাব পাঠাতে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) কাছে আবেদন করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)।

এতে ফল না পেয়ে সোলার মিনি গ্রিড বিদ্যুতের মূল্য নির্ধারণে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ক্যাবের পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন গত মাসে ওই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

শুনানিতে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিইআরসি আইনের ৩৪(৬) ধারা অনুসারে যেকোনো জ্বালানির মূল্য নির্ধারণের এখতিয়ার বিইআরসির। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ নামে ২০১২ সালে একটি আইন হয়। আইনটির ৬(১৭) ধারা অনুসারে সরকারের সঙ্গে আলোচনা করে জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ নবায়নযোগ্য জ্বালানির মূল্য নির্ধারণে বিইআরসির কাছে প্রস্তাব পাঠাবে। এখনো কোনো প্রস্তাব পাঠানো হয়নি। মূল্য নির্ধারণের জন্য বিইআরসির কাছে প্রস্তাব পাঠাতে রিট আবেদনকারী স্রেডার কাছে আবেদন করে। আবেদনটিও নিষ্পত্তি করা হয়নি। মিনি সোলার গ্রিড বিদ্যুতের মূল্য নির্ধারণে বিইআরসি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। শুনানি নিয়ে রুল, নির্দেশনাসহ আদেশ দেওয়া হয়।

সোলার মিনি গ্রিডের বিদ্যুৎ তথা নবায়নযোগ্য জ্বালানির মূল্য নির্ধারণের জন্য বিইআরসির কাছে প্রস্তাব পাঠাতে গত ৭ ফেব্রুয়ারি টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) কাছে ক্যাব একটি আবেদন করে বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, এই আবেদনের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ৬০ কার্যদিবসের মধ্যে তা জানিয়ে প্রতিবেদন দিতে স্রেডার চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত। জ্বালানিসচিব, বিইআরসি ও স্রেডার চেয়ারম্যানসহ পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।