সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেবে ট্রাফিক পুলিশ

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ ট্রাফিক পুলিশকে সনদ দেওয়া হয়
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের এখন থেকে প্রাথমিক চিকিৎসা দেবে ট্রাফিক পুলিশ। এ জন্য ট্রাফিক পুলিশের ১০০ সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ ট্রাফিক পুলিশকে সনদ দেওয়া হয়।

সিটিজেন সার্ভিস সেন্টার প্রচারাভিযানের আওতায় ডিএমপি ও আইসিআরসির যৌথ ব্যবস্থাপনায় রাজারবাগ ট্রাফিক ব্যারাক কনফারেন্স হলরুমে তিন সপ্তাহের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মনিরুল ইসলাম বলেন, ‘এ প্রশিক্ষণের ফলে সড়কে যেকোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারবেন ট্রাফিক পুলিশের সদস্যরা। আমি বিশ্বাস করি, এ প্রশিক্ষণের কারণে ট্রাফিক সদস্যরা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’

প্রশিক্ষিত ট্রাফিক সদস্যরা এখন থেকে পুলিশের মতিঝিল বিভাগে স্থাপিত ২০টি পুলিশ বক্সে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেবেন
ছবি: সংগৃহীত

আইসিআরসির হেড অব অপারেশন ডেভিড মন্তেস বলেন, সহিংসতার শিকার ও সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের যথাসময়ে প্রাথমিক চিকিৎসা পাওয়া উচিত।

প্রয়োজনে তাদের কাছের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া প্রয়োজন। প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার মাধ্যমে ট্রাফিক সদস্যরা যাতে মানুষের জীবন রক্ষা করতে আরও বেশি সক্ষমতার পরিচয় দিতে পারেন, সেই প্রত্যাশা থেকে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

ভবিষ্যতে এ প্রশিক্ষণের পরিধি বাড়ানো হবে বলে জানান পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, প্রশিক্ষিত ট্রাফিক সদস্যরা এখন থেকে পুলিশের মতিঝিল বিভাগে স্থাপিত ২০টি পুলিশ বক্সে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেবেন। ডিএমপির বাকি বিভাগগুলোতেও ট্রাফিক সদস্যদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।