সড়ক দুর্ঘটনায় বিজিবির সুবেদার নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক সুবেদার ফজলুল হক (৫৬) নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।

নিহত ফজলুল হকের বাড়ি নড়াইল জেলায়।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবীব প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় ঢাকা পিলখানা থেকে দুটি ব্যক্তিমালিকানা কাভার্ডভ্যানে করে ওষুধ বোঝাই করে চট্টগ্রামে হালিশহরের দিকে আসছিল ফজুলল হকসহ বিজিবি কর্মকর্তারা। তাদের কাভার্ডভ্যান উপজেলার বারআউলিয়া ফুলতলা এলাকায় পৌঁছালে চালকের চোখে ঘুম এসে যায়। ফলে তিনি সামনে থাকা অজ্ঞাত গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় চালকের বাঁ পাশের আসনে বসা ছিল বিজিবি’র নায়েক সুবেদার ফজলুল হক। এতে বিজিবির ওষুধ বোঝাই গাড়ির সামনের বাঁ পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান ফজলুল হক।

ওসি আহসান হাবীব বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে চট্টগ্রাম নগরের হালিশহর বিজিবি সদর দপ্তর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ওষুধবাহী কাভার্ডভ্যান বারআউলিয়া হাইওয়ে থানায় আনা হয়। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।