সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তাঁরা পরস্পরের বন্ধু। আজ বৃহস্পতিবার বিকেলে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বাজিতপুরের পিরিজপুর এলাকার ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন নূরে আলম (১৭), রাকিব মিয়া (১৮) ও নয়ন মিয়া (২০)। তাদের মধ্যে নূরে আলম ও রাকিব মধ্যপিরিজপুর গ্রামের বাসিন্দা। রাকিব এবার পিরিজপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। নূরে আলম একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। নয়নের বাড়ি কিশোরগঞ্জের চৌদ্দশত গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, নিহতরা পরস্পরের বন্ধু। বিকেল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে করে তাঁরা কটিয়াদীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল নূরে আলম। মোটরসাইকেলে বেশ গতি ছিল। ওই সময় কিশোরগঞ্জ থেকে ভৈরবমুখী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি অনেকটা দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

কটিয়াদী হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আ. সোবহান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।