সড়কে ৩ মাসে প্রাণ হারিয়েছেন ১২০০ জনের বেশি

এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনা ঘটেছে ১ হাজার ১৬৮টি। এতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২১২ জন। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি নামের একটি সংগঠন এ তথ্য দিয়েছে। সড়কে অব্যবস্থাপনাকেই এসব দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

আজ মঙ্গলবার নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান তুলে ধরে। সংগঠনটি জানায়, ২২টি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাসে ১ হাজার ১৬৮টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ২১২ জন নিহত এবং ২ হাজার ৪২৯ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের তালিকায় নারী আছেন ১৫৭ জন ও ২১৫ শিশু রয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। ওই মাসে ৪০১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৫ জন এবং আহত ৮৮৪ জন। এ ছাড়া জানুয়ারি মাসে ৩৮৩টি দুর্ঘটনায় ৪১১ জন নিহত হন এবং আহত হয়েছেন ৭২৫ জন। মার্চ মাসে ঘটেছে ৩৮৪টি দুর্ঘটনা। এতে ৩৮৬ জন নিহত ও ৮২০ জন আহত হয়েছেন। 

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এ সড়ক দুর্ঘটনার জন্য ১০টি কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে আছে চালকদের বেপরোয়া ও প্রতিযোগিতামূলক মনোভাব, চুক্তিতে চালানো, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, পথচারীদের অসচেতনতা, বিরামহীনভাবে গাড়ি চালানো, আইনের যথাযথ প্রয়োগের অভাব।


সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন, সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি দিন দিন বাড়ছে। শুধু আইন দিয়ে নয়, জাতীয় জাগরণ সৃষ্টি করতে হবে। এ ছাড়া সড়কের ওপর নির্ভরশীলতা কমাতে নৌ ও রেল যোগাযোগব্যবস্থা সম্প্রসারিত ও আধুনিকায়ন করার কথা বলেন।