সড়কেই সাইকেল স্টান্ট!

সড়কে সাইকেল স্টান্ট। ছবি: কাজী আনিছ
সড়কে সাইকেল স্টান্ট। ছবি: কাজী আনিছ

ব্যস্ত সড়ক। চলছে গাড়ি। সড়কের এক পাশে চলছিল একদল কিশোরের সাইকেল স্টান্ট।

সড়কে সাইকেল স্টান্ট। ছবি: কাজী আনিছ
সড়কে সাইকেল স্টান্ট। ছবি: কাজী আনিছ

কয়েকজন করছেন ভিডিও। আজ বিকেল পাঁচটার দিকে রাজধানীর কাফরুল থানার সামনের সড়কে এমন দৃশ্য দেখা গেছে।

সড়কে সাইকেল স্টান্ট। ছবি: কাজী আনিছ
সড়কে সাইকেল স্টান্ট। ছবি: কাজী আনিছ

এভাবে ঝুঁকি নিয়ে সড়কে সাইকেল স্টান্টের কারণ জানতে চাইলে কয়েকজন কিশোর জানায়, সাইকেল স্টান্ট করার মতো কোনো মাঠ নেই।

সাইকেল স্টান্টের আগে সড়কের পাশে এক দল কিশর। ছবি: কাজী আনিছ
সাইকেল স্টান্টের আগে সড়কের পাশে এক দল কিশর। ছবি: কাজী আনিছ

এ জন্য প্রায় প্রতিদিন বিকেলে সড়কেই স্টান্টের চর্চা করে তারা।

সড়কে সাইকেল স্টান্ট। ছবি: কাজী আনিছ
সড়কে সাইকেল স্টান্ট। ছবি: কাজী আনিছ

‘বড় মাঠ’ বলে যে একটি মাঠ আছে এলাকায়, এটাও বালুতে ভরা। সাইকেল স্টান্ট দূরে থাক, মাঠটি খেলারও অনুপযোগী বলে জানায় কিশোরেরা।

সড়কে সাইকেল স্টান্ট। ছবি: কাজী আনিছ
সড়কে সাইকেল স্টান্ট। ছবি: কাজী আনিছ