হবিগঞ্জে জ্বর ও সর্দিতে মারা যাওয়া শিক্ষকের করোনা পজিটিভ

প্রতীকী ছবি: রয়টার্স
প্রতীকী ছবি: রয়টার্স

হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে জ্বর ও সর্দি নিয়ে ১৬ জুন মারা যাওয়া মাদ্রাসাশিক্ষক (৪৮) কোভিডে আক্রান্ত ছিলেন। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা ছিলেন।
মারা যাওয়ার আগের দিন ওই ব্যক্তির শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। পরের দিন সকালে তিনি মারা যান।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ জানান, আগামীকাল মারা যাওয়া ওই মাদ্রাসাশিক্ষকের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। ওই পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।