হবিগঞ্জে বাস খাদে, দুই নারীসহ নিহত ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কামাইরচড়া এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে এক তরুণ ও দুই নারী রয়েছেন। তাঁদের পরিচয়ের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আটটায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে যাত্রীবাহী বাসটি হবিগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। বাহুবল কামাইরচড়া এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে তিনজন যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ের সাতগাঁও পুলিশ ফাঁড়ির সদস্যরা।

নিহত ব্যক্তিদের মধ্যে ২৪-২৫ বছরের তরুণটি চালকের সহকারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিহত দুই নারীর বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুক মিয়া।

দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।