হাকিমপুরে ভারত থেকে আসা একজনের করোনা পজিটিভ

করোনাভাইরাস
প্রতীকী ছবি

অনাপত্তিপত্র (এনওসি) ও করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে ভারত থেকে বাংলাদেশি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন চার যাত্রী। চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যাত্রীদের করোনার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করেছেন। তাঁদের মধ্যে একজনের করোনা পজিটিভ ফল আসে।

রোববার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভারতে আটকা পড়া এই চারজন যাত্রী দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান বলেন, ভারত থেকে আসা সব যাত্রীকে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার আওতায় আনা হচ্ছে। রোববার ফেরত আসা চারজনের মধ্যে একজনের করোনা পজিটিভ আসে। তাঁকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। করোনা পজিটিভ ওই ব্যক্তির কন্ট্যাক্ট ট্রেসিংয়ে ছিলেন অন্য তিনজন। তাঁদেরও কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

তৌহিদ আল হাসান আরও বলেন, পজিটিভ হওয়া ব্যক্তির শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট কি না, তা জানতে তাঁর নমুনা আইইডিসিআরে পাঠানো হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে হিলি স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছিল। দুই দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে ১৬ মে থেকে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার শুরু হয়। সেদিন থেকে রোববার বিকেল পর্যন্ত মোট ৮০ জন ভারতে আটকা পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরেছেন। ফেরত আসা যাত্রীদের স্থানীয় বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনের জন্য রাখা হয়েছে।