হাটবাজার ঘুরে ঘুরে মাস্ক পরালেন তাঁরা

রংপুরের তারাগঞ্জ উপজেলার ছয়টি হাটবাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ৭০০টি মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম ওই হাটবাজারগুলো ঘুরে যাঁদের মুখে মাস্ক ছিল না, তাঁদের ওই মাস্ক পরিয়ে দেন।

ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, করোনাভাইরাস শুরুর পর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও মাঠে কাজ করছেন। বিভিন্ন হাটবাজার, গ্রামে-গঞ্জে সভা করা ছাড়াও মাস্ক বিতরণ করেন। তাঁরা ইউনিয়নের ওকড়াবাড়ি, বিড়াবাড়ি, মাঝেরহাট, বালাবাড়ি, সুরংগের বাজার, বরাতিহাট ঘুরে যেসব ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই, তাঁদের মাস্ক পরিয়ে দেন।

ইউএনও আমিনুল ইসলাম জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা বাধ্যতামূলক করাসহ সামাজিক সচেতনতা বাড়াতে নানামুখী কার্যক্রম চালানো হচ্ছে। বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। এ ছাড়া যাঁদের মাস্ক আছে কিন্তু ব্যবহার করছেন না, তাঁদের মাস্ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।