হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা ইয়াহিয়া

চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা
ছবি: প্রথম আলো

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মাওলানা ইয়াহিয়ার নাম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে মাদ্রাসা পরিচালনা কমিটির (শুরা) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে শুরা কমিটির সদস্য মাওলানা মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুস সালাম চাটগামীকে মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণ করা হয়। কিন্তু শুরা কমিটির বৈঠক চলাকালে দুপুরে তিনি মারা যান। পরে মাওলানা ইয়াহিয়াকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তিনি আরও জানান, মাওলানা মুফতি জসিম উদ্দিনকে সহকারী পরিচালক ও মাওলানা কবির আহমেদকে শিক্ষা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী মারা যাওয়ার পর এককভাবে কাউকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। তিনজন জ্যেষ্ঠ শিক্ষককে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। গত ১৯ আগস্ট মাদ্রাসার শিক্ষা পরিচালক ও হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী মারা যান।