হাতীবান্ধায় বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন

বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক, তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান, তুরস্ক সরকারের দাতা সংস্থা টিকার বাংলাদেশপ্রধান ইসমাইল গুনদৌদু। ছবি: প্রথম আলো
বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক, তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান, তুরস্ক সরকারের দাতা সংস্থা টিকার বাংলাদেশপ্রধান ইসমাইল গুনদৌদু। ছবি: প্রথম আলো

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়খাতা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের পাশে বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।

পরে ওই ইউনিয়নের বড়খাতা কলেজ মাঠ প্রাঙ্গণের স্থানীয় সাংসদ মোতাহার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় জুনাইদ আহেমদ বলেন, ‘বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে তরুণেরা শুধু চাকরি করবেন না, তরুণেরা এখন চাকরি দেবেন। দেশ এখন ডিজিটাল। আমরা এখন পিছিয়ে নেই। আইসিটি ও কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ও উত্সাহ জোগানের উদ্দেশ্যে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে ছুটে বেরিয়েছি। তথ্যপ্রযুক্তির কারণে এখন সব হাতের নাগালে। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা উত্তরে অঞ্চলের কারিগরি প্রতিষ্ঠান বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট সাফল্য কামনা করছি। এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কারিগরি কোর্সের মাধ্যমে তরুণ ও যুবসমাজ প্রশিক্ষণ নিয়ে নিজেকে কর্মমুখী ও স্বনির্ভর করে তুলতে সরকারে সহযোগিতা থাকবে।’

চালু হলো বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট। ছবি: প্রথম আলো
চালু হলো বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানের সমন্বয়ক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, ‘বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষিত ও স্বল্পশিক্ষিত নারী-পুরুষদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন থেকে প্রশিক্ষণ নিয়ে তাঁরা যেন স্বাবলম্বী হন, সে চেষ্টা করা হচ্ছে। আশা করি, এলাকার তরুণ প্রজন্ম ও শিক্ষিত ও স্বল্পশিক্ষিত নারী-পুরুষদের নিজেকে কারিগরি শিক্ষায় দক্ষ করে ভবিষ্যৎ বাংলাদেশকে একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর উন্নত দেশে পরিণত করবেন।’

সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের সমন্বয়ক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন, তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান, তুরস্ক সরকারের দাতা সংস্থা টিকার বাংলাদেশপ্রধান ইসমাইল গুনদৌদু, লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর ও বড়খাতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুর-ই-এলাহী।

এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, কুড়িগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শওকত আলী, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল আমিন ও থানার ওসি মো. ওমর ফারুক প্রমুখ।