হাসনা ডেন্টাল বন্ধ করল প্রশাসন

প্রয়োজনীয় কাগজপত্র ও চিকিৎসক না থাকায় নাটোরের সিংড়া বাজারের গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র ও হাসনা ডেন্টার কেয়ার বন্ধ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সন্ধ্যায় পৌর শহরের কলেজপাড়া এলাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধ করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ওই দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে সার্টিফিকেটধারী নার্স ও চিকিৎসক কর্তব্যরত না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়। ওই দুটি প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া গ্রামীণ ভিশন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে সাফিয়া আক্তার নামের একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।