হেফাজত নেতা মনির হোসেন কাশেমী চার দিনের রিমান্ডে

হেফাজত নেতা মনির হোসেন কাশেমী
ফাইল ছবি

নাশকতার মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনির হোসেন কাশেমীকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন আসামির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।

এর আগে মনির হোসেনকে আদালতে হাজির করে ২০১৩ সালের পল্টন থানার নাশকতার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মনিরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে হেফাজত নেতা মনির হোসেন কাশেমীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মনির হোসেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব এবং জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতারিম।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম প্রথম আলোকে বলেন, মনির হোসেন মামলার এজাহারভুক্ত আসামি। ডিবির গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নাশকতা এবং সাম্প্রতিক নাশকতার অভিযোগে মামলা রয়েছে।