হেলথ টেকনোলজির শর্ট কোর্স অনুমোদন না দেওয়ার আহ্বান

কারিগরি শিক্ষা বোর্ডের এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজি (শর্ট) কোর্সসমূহকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অনুমোদন না দেওয়ার আহ্বান জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ)। আজ শুক্রবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বোচ্চ আদালতের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কারিগরি শিক্ষা বোর্ডের মেডিকেল টেকনোলজি কোর্স ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স সম্পন্নকারী প্রায় ২৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট বেকার রয়েছেন।

এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত শতাধিক আইএইচটিতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে কয়েক হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এ অবস্থায় কারিগরি শিক্ষা বোর্ডের এক বছর মেয়াদি শর্ট কোর্স অনুমোদন চিকিৎসাশিক্ষাকে আরও নিম্নমুখী করবে।

তাই এসব কোর্স অনুমোদন না দিতে স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। তা না হলে সারা দেশের ব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।