১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়া, ২১ আগস্টের হামলায় খালেদা জড়িত: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়াল আলোচনায় যোগ দেন।ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান শুধু জাতির পিতা হত্যার সঙ্গে নয়, জাতীয় চার নেতা এবং একের পর এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাকর্মীদের হত্যার সঙ্গেও জড়িত ছিলেন। খালেদা জিয়াও ক্ষমতায় আসার পরে ঠিক একই কাজ করেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং তাঁর স্বামী জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘জিয়াউর রহমান শুধু জাতির পিতা হত্যার সঙ্গে নয়, জাতীয় চার নেতা এবং একের পর এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাকর্মীদের হত্যার সঙ্গেও জড়িত ছিলেন। খালেদা জিয়াও ক্ষমতায় আসার পরে ঠিক একই কাজ করেছিলেন।’

প্রধানমন্ত্রী আজ রোববার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এক ভার্চ্যুয়াল আলোচনায় যোগ দিয়ে এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতার ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের জন্য এ কর্মসূচির আয়োজন করে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়াল আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান মন্ত্রী, প্রধানমন্ত্রী ও উপদেষ্টা হিসেবে আবদুল আলীম, মাওলানা মান্নান, শাহ আজিজের মতো তাঁর সহযোগীদের নিয়োগ করেছিলেন। খালেদা জিয়াও সেই পদক্ষেপ অনুসরণ করে পরে নিজামী, মুজাহিদের মতো মানবতাবিরোধীদের ক্ষমতায় বসিয়েছিলেন।’ তথ্যসূত্র: ইউএনবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস পালনে এক কর্মসূচির আয়োজন করে।
ছবি: পিআইডি