১৫ ও ২১ আগস্ট একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা: কাদের

বনানীতে আওয়ামী লীগের প্রয়াত মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে নেওয়া

২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য আবারও বিএনপিকে দায়ী করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ১৯৭৫-এর ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ১৫ আগস্ট মূল লক্ষ্য ছিলেন বঙ্গবন্ধু। আর ২১ আগস্টে মূল লক্ষ্য ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

আজ সোমবার রাজধানীর বনানীতে আওয়ামী লীগের প্রয়াত মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এমন কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘খুন যে করে আর খুনিকে যে প্রশ্রয় দেয়, পুরস্কৃত করে এবং বিচারের পথ রুদ্ধ করে; তারাও একই অপরাধে অপরাধী।’

ওবায়দুল কাদের বলেন, ৭৫ সালে জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় না দিত, দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত না করত এবং খুনিদের বিচারের পথ যদি রুদ্ধ না করত, খন্দকার মোশতাকের সুবিধাভোগী হিসেবে প্রধান সেনাপতি না হতো, তাহলে হয়তো ইতিহাসকে ভিন্নভাবে দেখা যেতে পারত।

রাজনৈতিক সম্পর্ক তৈরির বিষয়ে শেখ হাসিনা সর্বশ্রেষ্ঠ উদাহরণ বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিতে পারস্পরিক সম্পর্কের অলঙ্ঘনীয় দেয়াল আরও উঁচু করা হয়েছে ২১ আগস্টে হামলা করে। সম্পর্ক তারা (বিএনপি) নষ্ট করেছে। গোটা পরিবারকে হত্যা করার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেদিন অশ্রাব্য ভাষায় প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবহার করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার আগে ও পরে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। এরপরও জিয়াউর রহমানকে হত্যার পর প্রতিবাদ করে নিন্দা জানিয়েছিল আওয়ামী লীগ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, একাধিকবার ক্ষমতায় থেকেও জিয়াউর রহমান হত্যার বিচার করেননি কেন? একবার বিচার দাবিও করেননি কেন?

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৪ আগস্ট মারা যান আইভি রহমান।