১৫ নারী স্বেচ্ছাসেবী পেলেন স্বীকৃতি

নারী স্বেচ্ছাসেবকদের মূল্যবান অবদানকে প্রচার ও স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ইউএনভি বাংলাদেশ, ভিএসও বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং একশনএইড বাংলাদেশ যৌথভাবে ‘ইনসপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১’ ক্যাম্পেইন শুরু করেছে। এ ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৫ নারী স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করা হয়। প্রথম পাঁচ বিজয়ী র‍্যাঙ্কিং অনুযায়ী অর্থ পুরস্কার পেয়েছেন। আর ১৫ বিজয়ী ক্রেস্ট, সার্টিফিকেট ও মেডেল পেয়েছেন।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপিএ সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান এনগুয়েন; দীপক চক্রবর্তী, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আকতার উদ্দিন, কান্ট্রি কো-অর্ডিনেটর, ইউএনভি বাংলাদেশ; তানিয়া হক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; জলি নূর হক, পরিচালক, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং, প্ল্যান ইন্টারন্যাশনাল; সালাহউদ্দিন আহমেদ, বিজনেস পারসুইট লিড, ভিএসও বাংলাদেশ এবং আফসানা আলীম, প্রোগ্রাম অফিসার, একশনএইড বাংলাদেশ।

তাহিয়াতুল জান্নাত ইনসপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১–এর প্রথম পুরস্কার পেয়েছেন। কামরুন নাহার কলি এবং তাসনুভা আনান দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন। অন্যান্য পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন আরিফা জাহান, আয়শা আক্তার, সাথী আক্তার, সাবরিনা মনসুর, শিরিন আক্তার, জারাফা আলম, শাপলা দেবী ত্রিপুরা, সৈয়দা নাজনীন আহমেদ, কামরুন নাহার, আনজু আনোয়ারা পারভিন, মাসুমা মরিওম ও আফরিন আমিন।
বিজ্ঞপ্তি