২ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই

রাজধানীর গুলশানে আজ অভিযান পরিচালনা করে বিএসটিআই।ছবি: সংগৃহীত

অনুমোদন ছাড়া পানি বাজারজাত করা এবং পণ্য বিক্রির দায়ে রাজধানীর গুলশান ও বাড্ডার দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। আজ সোমবার দুপুরে এ অভিযান চলে।

বিএসটিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান চলে রাজধানীর গুলশান ও বাড্ডায়। অভিযানে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া খাবার পানি বিক্রি ও বাজারজাত করায় দক্ষিণ বাড্ডার হ্যাভেন পিওর ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজারে টাকা জরিমানা করা হয়। কারখানা সিলগালা করে দেওয়া হয়।

অবৈধভাবে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া গুঁড়া দুধ, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট বিক্রি করায় গুলশান-২ এর ফয়সাল টাওয়ারের ল্যাভেন্ডারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।