২১ আগস্টের নিহতদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ২১ আগস্টছবি: হাসান রাজা

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দলটি। দিনটিকে স্মরণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এ শ্রদ্ধা জানায়।

আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।


২০০৪ সালে আওয়ামী লীগের সেই সমাবেশস্থলে শ্রদ্ধা জানানোর জন্য আজ বেদি তৈরি করা হয়। সকাল থেকেই নেতা-কর্মীরা সেখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে থাকেন।

এ ছাড়া সেখানে বড় পর্দার ব্যবস্থা করা হয়। স্মরণসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নেতাদের বক্তব্য পর্দায় সরাসরি প্রচার করা হয়।


১৬ বছর আগে এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। সাংবাদিকেরাও আহত হন।