২১ কোটি টাকা ব্যয়ে বুড়িগঙ্গা আদি চ্যানেলের পুনঃখনন শুরু

বুড়িগঙ্গা আদি চ্যানেলের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয় বুধবার
ছবি: সংগৃহীত

বুড়িগঙ্গা আদি চ্যানেলের পুনঃখনন কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই চ্যানেল পুনঃখননে চলতি অর্থবছরে ২১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামকে সঙ্গে নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

এ সময় আদি বুড়িগঙ্গা চ্যানেল নিয়ে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়ে মেয়র শেখ তাপস বলেন, পুরো কামরাঙ্গীরচর নিয়ে মহাপরিকল্পনার আলোকে আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সে অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি নিজস্ব অর্থায়নে সাড়ে ২১ কোটি বরাদ্দ দিয়ে এই কার্যক্রম শুরু করেছি। আগামী অর্থবছরে আরও বেশি বরাদ্দ রাখা হবে এবং পরিপূর্ণভাবে যেন খনন করা যায়, সে কার্যক্রম নেওয়া হবে।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, প্রাথমিক পর্যায়ে আদি বুড়িগঙ্গা চ্যানেলের ২ দশমিক ৭ কিলোমিটার অংশের পুনঃখনন কার্যক্রম নেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে সীমানাও নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে সিএস মানচিত্র (ম্যাপ) দেখে পরিপূর্ণভাবে আদি বুড়িগঙ্গার সীমানা নির্ধারণ করা হবে। এরপর সীমানাবেষ্টনী দিয়ে এগিয়ে নেওয়া হবে খনন কার্যক্রম।

এ সময় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘এসব খাল-নদী দখলের মাধ্যমে যাঁরা অনৈতিক সুবিধা নিচ্ছেন, আমাদের কার্যক্রমে তাঁরা মনঃক্ষুণ্ন হতেই পারেন। তাঁদের প্রতি আমাদের সহানুভূতি জানানো ছাড়া আর কিছুই করার নেই। আমি মনে করি, এর মাধ্যমে সবার উপকার হবে। ঢাকা শহরের অবস্থার পরিবর্তন হবে।’

আদি চ্যানেলের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে নগরীর ৬২ নম্বর ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন করেন মেয়র তাপস। এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের প্রমুখ উপস্থিত ছিলেন।