২৪ ঘণ্টার মধ্যে হলো বিদ্যালয়

ছোট্ট গ্রামটির চারদিকে বর্ষায় পানি থই থই করে। তখন বাঁশের সাঁকো দিয়ে খাল পার হতে হয়। শুকনো মৌসুমে বিলের পানি শুকিয়ে গেলে দুই কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এমন ভোগান্তির কারণে শিশুরা পড়াশোনা ছেড়ে দেয়।

এ অবস্থা কুমিল্লার হোমনা উপজেলার তাতুয়াকান্দি গ্রামে। গত মঙ্গলবার বিষয়টি নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে খবর প্রচার করা হয়। এরপর গত চব্বিশ ঘণ্টায় গ্রামটিতে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় করে দিয়েছে স্থানীয় প্রশাসন। গত বুধবার এটির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক।

 স্থানীয় লোকজন ও প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই খবর দেখার পর জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ওই গ্রামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। রাতেই তিনি ইউএনও আজগর আলীকে বিদ্যালয়ের জন্য জায়গা দেখার নির্দেশ দেন। এরপর তাতুয়াকান্দি গ্রামের শাহীন মিয়া বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য ৩৩ শতক জমি দেন। গত বুধবার সকালে ওই জায়গায় উপজেলা প্রশাসন সাত বান্ডিল টিন ও বাঁশ দিয়ে চার কক্ষবিশিষ্ট একটি ঘর তৈরি করে। বিকেলে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বিদ্যালয়টির উদ্বোধন করেন।

জানতে চাইলে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘একটা গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। বিষয়টি জানার পর মনে হলো কিছু একটা করার দরকার। মঙ্গলবার রাতেই ইউএনওকে বললাম, ২৪ ঘণ্টার মধ্যে ওই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে। এরপর বিদ্যালয় হয়ে গেল।’