৩ সেপ্টেম্বর হচ্ছে না বাংলাদেশ-ভারতের ফ্লাইট চলাচল
এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের আকাশপথে যোগাযোগ শুরু হওয়ার কথা ৩ সেপ্টেম্বর থেকে। তবে তা শুরু হচ্ছে না। এর আগে দুই দফায় এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান চলাচলের তারিখ পিছিয়ে যায়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রথম আলোকে বলেন, ‘সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। এর আগে দুটি তারিখ ঠিক হয়েও ফ্লাইট চলাচল শুরু হয়নি। এটা ৩ তারিখে মনে হয় হবে না। ৪ তারিখ বা পরে হবে।’
কবে শুরু হতে পারে, জানতে চাইলে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, দুই দেশের ফ্লাইট চলাচলের বিষয়ে এখনো তারিখ নির্দিষ্ট হয়নি। তবে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন, শিগগিরই চালু হবে।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার এ সময়ে স্বাস্থ্যবিষয়ক প্রটোকলের কিছু শর্ত নিয়ে কিছু জটিলতা দেখা দেয়। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়েছে, তার কিছু নিয়ে দেশীয় এয়ারলাইনসগুলোর আপত্তি ছিল।
গত ২৮ আগস্ট ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ৩ সেপ্টেম্বর থেকে ভারত-বাংলাদেশ আকাশপথে ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছে। এ চুক্তির আওতায় ট্যুরিস্ট ভিসায় কেউ ভারতে যেতে পারবেন না। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যাঁরা বাংলাদেশ থেকে ভারত যাবেন, তাঁরা ভারতীয় বিমানবন্দরে পৌঁছার পর নিজ খরচে করোনার পরীক্ষা করাতে হবে। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি।