৩২ কেজি ওজনের দুই মাগুর শিকার

>ফরিদপুরের কোতোয়ালি থানার সীমানার অভ্যন্তরে ডোবাটি দীর্ঘদিন থেকে সংস্কার করা হচ্ছে না। ডোবার নোংরা পানিতে ছাড়া হয়েছে বিদেশি মাগুর। এরই মধ্যে মাগুরগুলো গায়ে-গতরে বেশ বড় হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম সিদ্দিকীর আহ্বানে পুকুরে মাগুর মাছ শিকার করতে আসেন স্থানীয় শৌখিন মাছ শিকারি লিটন বিশ্বাস। শেষ পর্যন্ত দুটি বিদেশি মাগুর মাছ শিকার করেছেন তিনি। একটি মাগুরের ওজন ১৭ কেজি ও অপরটির ১৫ কেজি। ৩২ কেজি ওজনের মাগুর দুটি দেখতে ভিড় করে স্থানীয় মানুষ। শেষ পর্যন্ত শিকার করা মাছ দুটি শিকারি লিটন বিশ্বাসকে দিয়ে দেন ওসি নাসিম সিদ্দিকী। মাগুর দুটি অবশ্য বিক্রি করা হয়নি। বন্ধু ও স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার জন্য লিটন মাছ দুটি নিয়ে বাড়ি ফেরেন। রোববার সকালে কোতোয়ালি থানা চত্বর থেকে ছবিগুলো তুলেছেন আলীমুজ্জামান
ডোবা থেকে শিকার করা দুই মাগুর
ডোবা থেকে শিকার করা দুই মাগুর
শিকারের পর মাগুর দুটি বহনের জন্য রশি প্যাঁচানো হয়
শিকারের পর মাগুর দুটি বহনের জন্য রশি প্যাঁচানো হয়
উৎসুক জনতাও নেড়েচেড়ে দেখেন শিকার করা মাগুর
উৎসুক জনতাও নেড়েচেড়ে দেখেন শিকার করা মাগুর
মাগুরের সঙ্গে ছবি তোলেন পুলিশের এক সদস্যসহ অন্যরা
মাগুরের সঙ্গে ছবি তোলেন পুলিশের এক সদস্যসহ অন্যরা
মাগুর হাতে নিয়ে ওজন আন্দাজ করার চেষ্টা
মাগুর হাতে নিয়ে ওজন আন্দাজ করার চেষ্টা