৩৪ বার ভেঙেছে শিশু লিখনের হাত-পায়ের হাড়
লাবিদ আল লিখনের বয়স ১১ বছর। জন্ম থেকেই অস্টিওজেনেসিস ইমপারফেক্টা রোগে আক্রান্ত সে। ফলে শরীরের হাড়গুলো শক্ত হচ্ছে না। বসা অবস্থায় হেলে পড়লেও হাড় ভেঙে যায়। এখন পর্যন্ত লিখনের হাত ও পায়ের হাড় ভেঙেছে ৩৪ বার।
দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে লিখনের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিয়েছে সে। লিখনের হাত ও পায়ে অস্ত্রোপচার করে ছয়টি টেলিস্কোপিক নেইল বসানো হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটেই চলেছে।
বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিচ্ছে লিখন। চিকিৎসকেরা বলছেন, তার হাত ও পায়ের টেলিস্কোপিক নেইলগুলো প্রতিস্থাপন করতে হবে। এ ছাড়া শরীরের কয়েকটি অংশে অস্ত্রোপচার করা প্রয়োজন।
লিখনের স্বজনেরা জানিয়েছেন, ছেলেটার চিকিৎসায় প্রয়োজন অন্তত তিন লাখ টাকা। কিন্তু তাঁরা এ অর্থ জোগাড় করতে পারছেন না। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করছেন তাঁরা।
সহায়তা পাঠানোর ঠিকানা: আবদুল ওয়াহাব, অ্যাকাউন্ট নম্বর: ০০১.২১০.০০০.০৩১৫, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মৌচাক শাখা, ঢাকা। বিকাশ: ০১৯১৭৫৮৯৮৬৮। নগদ: ০১৯৩৭৮১০৮৮১। বিজ্ঞপ্তি