প্রথম ধাপের ইউপি নির্বাচন ২১ জুন

নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হবে ২১ জুন। একই দিন লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন ও ১১টি পৌরসভার ভোট গ্রহণও করা হবে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।

এ ছাড়া আজ ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী এসব আসনে ভোট হবে ১৪ জুলাই।

১১ এপ্রিল লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন, ১১ পৌরসভা ও প্রথম ধাপে ৩৭১ ইউপির ভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়ায় তা স্থগিত করা হয়। ইসি সচিব জানান, বিজ্ঞপ্তি জারির পর থেকে ভোটের প্রচরণা শুরু করা যাবে।