৪৬১ উপজেলায় পল্লী বিদ্যুতের শতভাগ বিদ্যুৎ

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তাদের আওতাধীন গ্রিডভুক্ত ৪৬১টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ–সুবিধা দেওয়ার কথা জানিয়েছে। সংস্থাটি বলছে, মুজিব বর্ষের মধ্যেই তারা অফগ্রিডের গ্রামগুলোতেও বিদ্যুৎ পৌঁছে দেবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরইবি জানিয়েছে, তাদের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গ্রিডভুক্ত ৪৬১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এর মধ্যে ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন এবং বাকি ১৭৩টি উপজেলা উদ্বোধনের অপেক্ষায় আছে। এ ছাড়া অফগ্রিড এলাকার মোট ১ হাজার ৫৯টি গ্রামে শতভাগ বিদ্যুতায়ন মুজিব বর্ষেই সম্পন্ন হওয়ার আশা করছে আরইবি।

অফগ্রিড অঞ্চল হচ্ছে, দুর্গম চর, দ্বীপ ও উপকূলীয় ভূ-সীমানা। পল্লী বিদ্যুতের শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমে এই অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করায় বিদ্যুৎ–সুবিধা পেতে যাচ্ছেন এসব এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার গ্রাহক। এসব অঞ্চলের ১ হাজার ৫৯টি গ্রামে ৩টি ধাপে এ বিদ্যুতায়নের কার্যক্রম চলমান রয়েছে। প্রথম ধাপে ৬৪৬টি গ্রামে, দ্বিতীয় ধাপে ৩৮৪টি গ্রাম এবং তৃতীয় ধাপে ২৯টি গ্রামে বিদ্যুতায়ন হবে।

আরইবি বলছে, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অফগ্রিড এলাকার গ্রামগুলোতে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করছে তারা।