ব্র্যাকের ৫০ বছর: বাংলাদেশ থেকে বিশ্ব

১ / ১৩
১৯৭২ : সুনামগঞ্জের শাল্লায় ব্র্যাকের সূচনালগ্নে কার্যক্রম পরিদর্শনে প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ
২ / ১৩
১৯৭৫ : ব্র্যাকের বিভিন্ন কার্যক্রমের মনিটরিং, লার্নিং ও রিপোর্টিংয়ে সুবিধার জন্য গবেষণা ও মূল্যায়ন বিভাগ চালু হয়, যা ব্র্যাকের সব ধরনের কাজের গতিপথ বাতলে দিতে সহায়তা করে।
৩ / ১৩
১৯৭৬ : গ্রামীণ নারীদের আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের সামাজিক ব্যবসা উদ্যোগের সঙ্গে যুক্ত করে
৪ / ১৩
১৯৭৭ : গ্রামের মানুষ যাতে নিজেরাই তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, সে জন্য ব্র্যাক প্রথম কমিউনিটিনির্ভর সংগঠন চালু করে
৫ / ১৩
১৯৮০ : ডায়রিয়া দূর করে শিশুমৃত্যু হার রোধে ব্র্যাক মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার স্যালাইন তৈরির পথ বাতলে দেয়। এটাই ছিল ব্র্যাকের প্রথম বড় কোনো সফলতা
৬ / ১৩
১৯৮৫ : শিশুদের জন্য উপ-আনুষ্ঠানিক শিক্ষাব্যবস্থা চালু করার মাধ্যমে শিক্ষা খাতে প্রবেশ করে ব্র্যাক। এশিয়া ও আফ্রিকার প্রায় দেড় কোটি শিশুকে শিক্ষিত করতে এই কর্মসূচি ভূমিকা রাখে
৭ / ১৩
১৯৮৬ : শিশুমৃত্যু রোধে ব্র্যাক ব্যাপক হারে শিশুদের টিকাকেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র চালু করে
৮ / ১৩
১৯৯৩ :কিশোর কিশোরীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য চালু করা হয় রিিডং সেন্টার
৯ / ১৩
১৯৯৮ : দুগ্ধখামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য িনশ্চিত করে এই খাতের উন্নয়নে ব্র্যাক ডেইরি প্রতিষ্ঠা হয়
১০ / ১৩
২০০১ : শিক্ষিত, দক্ষ ও চৌকস তরুণ নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখতে ২০০১ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। একই বছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুবিধার্থে চালু হয় ব্র্যাক ব্যাংক
১১ / ১৩
২০০২ : আফগানিস্তানে ব্র্যাক আন্তর্জাতিকের যাত্রা শুরু হয়। এশিয়া ও আফ্রিকার দশটি দেশে এখন ব্র্যাক সরাসরি কর্মসূচি পরিচালনা করছে
১২ / ১৩
২০১৭ : কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শুরু থেকেই ব্র্যাককর্মীদের সেবাদান দেশে-বিদেশে সুনাম কুড়িয়েছে
১৩ / ১৩
২০২০ েথকে ২০২২ : বাংলাদেশে করোনা মহামারি মোকাবিলায় সরকারের সহযোগী হিসেবে ব্র্যাক সম্মুখসারির সেবাদান সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে।