৬১ জেলা পরিষদ বিলুপ্ত, দায়িত্বে সিইও

দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হয়েছে। এখন প্রশাসক নিয়োগের আগপর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনা করবেন।

আজ রোববার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, জেলা পরিষদ আইনানুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে। এ অবস্থায় আইনানুযায়ী সরকার প্রশাসক নিয়োগের আগপর্যন্ত প্রতিটি জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করা হলো।

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে সম্প্রতি জেলা পরিষদ (সংশোধন) আইন পাস হয়েছে।