৭৮ বছর বয়সী তাইজুলকে দিয়ে ভোট শুরু

কেন্দ্রে প্রথম ভোটটি দিলেন ৭৮ বছর বয়সী তাইজুল ইসলাম। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
কেন্দ্রে প্রথম ভোটটি দিলেন ৭৮ বছর বয়সী তাইজুল ইসলাম। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

ভোট শুরু হওয়ার বেশ আগে কেন্দ্রে উপস্থিত হন তাইজুল ইসলাম। শীতের ঠান্ডা উপেক্ষা করে ৭৮ বছর বয়সী এই ব্যক্তি তুমুল উৎসাহ নিয়ে আসেন ভোট দিতে। সিঁড়ির পাশে বসে অপেক্ষা করছিলেন—কখন ভোট শুরু হবে। ঘড়ির কাঁটা আটটা বাজার সঙ্গে সঙ্গেই ভোট শুরু হয়। বয়স বিবেচনায় শ্রদ্ধা জানাতে লাইনে দাঁড়ানো অন্যরা তাঁকেই এগিয়ে দিলেন ভোট দেওয়ার জন্য।

আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর শিরইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রটিতে তাইজুল ইসলামকে দিয়ে শুরু হয় ভোট। সকালে গিয়ে দেখা যায়, কেন্দ্রটিতে ৫০ জনের মতো ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাইদুর রহমান জানান, এই কেন্দ্রে ৩ হাজার ৩৮২ ভোট রয়েছে। আটটি বুথে ভোট নেওয়া হচ্ছে। ১০-১৫ মিনিটের মধ্যে দ্রুততার সঙ্গে সেখানে ভোট ৫০ জনের লাইনের সবার ভোট দেওয়া শেষ হয়।

ভোট শুরু হওয়ার বেশ আগেই তাইজুল ইসলাম কেন্দ্রে এসে অপেক্ষা করতে থাকেন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
ভোট শুরু হওয়ার বেশ আগেই তাইজুল ইসলাম কেন্দ্রে এসে অপেক্ষা করতে থাকেন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

রাজশাহী সদর আসনে নারীদের কেন্দ্র শিরইল কলোনি উচ্চ বিদ্যালয়, পাশাপাশি পুরুষ কেন্দ্র শিরইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নারী-পুরুষ কেন্দ্র ছোট বনগ্রাম নিউ কলোনি ঘুরে দেখা যায়, আটটা বাজার আগেই ভোটাররা কেন্দ্রে এসে জড়ো হন। আধঘণ্টা আগে আওয়ামী লীগ ও বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্রে আসতে দেখা যায়। এজেন্টরা সেখানে সকালের নাশতা খেয়ে কেন্দ্রে নির্ধারিত বুথগুলোতে অবস্থান নেন। এ ছাড়া অন্যান্য সব দলের এজেন্টরা সেখানে ছিলেন।

তবে পুরুষদের তুলনায় নারীদের কেন্দ্র শিরইল কলোনি উচ্চ বিদ্যালয়ে ধীর গতিতে ভোট হতে দেখা যায়।

অপরদিকে বিএনপি অধ্যুষিত ছোট বনগ্রাম নিউ কলোনি কেন্দ্রটিতে ধানের শীষের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশি। বুকে ধানের শীষের ব্যাজ নিয়ে নারী কর্মী সমর্থক ও ভোটারা বেশি ছিলেন। সেখানে ভোটের লাইন দেখা যায়নি। বিচ্ছিন্নভাবে ভোটাররা এসে ভোট দিয়ে যাচ্ছিলেন।

শিরইল কলোনি উচ্চ বিদ্যালয়ে নারী ভোটারদের লাইন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
শিরইল কলোনি উচ্চ বিদ্যালয়ে নারী ভোটারদের লাইন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

নির্বাচনে রাজশাহীর মোট ছয়টি আসন রয়েছে। তবে সকাল নয়টা পর্যন্ত কোনো আসনেই বিশৃঙ্খলার কোনো তথ্য পাওয়া যায়নি।