৯৯৯ নম্বরে ফোন, প্রাণরক্ষা বিড়ালছানার

উঁচু গাছের মাথায় আটকে পড়া বিড়াল ছানার প্রাণ রক্ষায় এগিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গৌরনদী, বরিশাল, ২১ জুন। ছবি: সংগৃহীত
উঁচু গাছের মাথায় আটকে পড়া বিড়াল ছানার প্রাণ রক্ষায় এগিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গৌরনদী, বরিশাল, ২১ জুন। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী পৌর সদরের শাওড়া এলাকায় গতকাল রোববার বিকেলে একটি ইগল পাখি ছোঁ মেরে বিড়ালছানা নিয়ে উড়াল দেয়। এটি দেখে স্থানীয় তিন তরুণ ইগলকে তাড়া করেন। পরে বিড়ালছানাটিকে একটি উঁচু গাছের মাথায় রেখে চলে যায় ইগলটি।

এ অবস্থায় ওই তিন তরুণ-তরুণী ছানাটিকে বাঁচাতে জাতীয় জরুরি সেবাকেন্দ্রের ৯৯৯ নম্বর কল করে বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিড়ালছানাটিকে উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শাওড়া মহল্লার কলেজ হোস্টেলের পশ্চিম পাশ থেকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি ইগল পাখি বিড়ালছানাকে ছোঁ মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই পথ দিয়ে যাচ্ছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফকরুল আবেদীন, শ্রাবণী ও অনীক। তাঁরা বিষয়টি দেখে ইগল পাখিটিকে তাড়া করেন। এ কারণে বিড়ালছানাকে দিঘির পাড়ে একটি উঁচু গাছের মাথায় রেখে চলে যায় ইগলটি। গাছ থেকে বিড়ালছানাটির নেমে আসার মতো অবস্থা ছিল না। এ কারণে সহযোগিতায় চেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন ওই তিনজন।

ফকরুল আবেদীন বলেন, তাঁরা নিজেরাই প্রথমে বিড়ালছানাটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর সন্ধ্যা ছয়টার দিকে ৯৯৯ কল করে ফায়ার সার্ভিসের সাহায্য চাওয়া হয়। সন্ধ্যা সাতটার দিকে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তাঁরা বিড়ালছানাটি উদ্ধার করেন।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘মানুষই হোক, আর পশুই হোক, প্রতিটি প্রাণীর জীবন রক্ষ করা আমাদের দায়িত্ব। তাই সেই দায়িত্ববোধ থেকেই বিড়ালছানাটির প্রাণ রক্ষা করা হয়েছে। তবে এ জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য ওই তিন তরুণ।’ প্রাথমিক চিকিৎসা দিয়ে বিড়ালছানাটি পোষার জন্য ফকরুল আবেদীন তাঁর বাসায় নিয়ে গেছেন বলেও জানান তিনি।