'ইন-জিনিয়াস' অ্যাকটিভেশন পর্ব

জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস প্রতিযোগিতার অ্যাকটিভেশন পর্বে গতকাল বক্তব্য দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। প্রথম আলো
জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস প্রতিযোগিতার অ্যাকটিভেশন পর্বে গতকাল বক্তব্য দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। প্রথম আলো

পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষতা বাড়াতে শুরু হয়েছে এক ভিন্নধর্মী প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) হয়ে গেল এই প্রতিযোগিতার অ্যাকটিভেশন পর্ব। জিপিএইচ ইস্পাত ও প্রথম আলো যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয়তা এবং প্রতিযোগিতার নিয়মাবলি সম্পর্কে ধারণা দেন প্রথম আলোর যুব কার্যক্রমের প্রধান মুনির হাসান।

জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মো. আলমগীর কবির বলেন, ‘আমাদের নিরাপদ ও টেকসই ভৌত কাঠামো নির্মাণের জন্য দক্ষ ও সচেতন পুরকৌশলী দরকার। এ জন্য পুরকৌশল শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’ প্রধান অতিথি ইউএপির উপাচার্য জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, এ রকম আয়োজন পুরকৌশল শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে আরও উৎসাহী করবে।

পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা রহমান বলেন, ‘৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আমাদের ঢাকা শহরকে ধ্বংস করে দিতে পারে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচতে হলে প্রয়োজন পরিকল্পিত ভালো ভালো অবকাঠামো তৈরি করা।’

অনুষ্ঠানে প্রতিযোগিতা-সম্পর্কিত শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন ইন-জিনিয়াসের বিচারক প্রকৌশলী মাহবুব মোরশেদ।

আরও উপস্থিত ছিলেন ইউএপির সহ-উপাচার্য এম আর কবির, পুরকৌশল বিভাগের অধ্যাপক ইফতেখার আনাম, সহযোগী অধ্যাপক সারাহ্ তাহ্‌সিন নূর, সহকারী অধ্যাপক সৈয়দ জামাল ও মো. মাহ্‌মুদুল হাসান, প্রভাষক জয়া রানী মল্লিক ও যারীন তাসনিম ও জিপিএইচ ইস্পাতের উপমহাব্যবস্থাপক এন এইচ এম ফজলে রাব্বি। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৌশলী ইসরাত জাহান।

অনুষ্ঠান থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলগতভাবে এতে অংশ নিতে পারবেন। ওয়েবসাইটে (www.prothomalo.com/enginus) গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।