গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল গতকাল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৪৫ হাজার ৭০২ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৮ হাজার ৭৪১ জন পাস করেছেন। মেধা তালিকায় ০১ থেকে ৮০০০ স্থান অধিকারী পরীক্ষার্থীদের ২৫ অক্টোবর থেকে ১১ নভেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ওয়েবসাইটে গিয়ে Choice Form পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল ‘অন-লাইন’, SMS নম্বর 16321 (du ka Roll No) এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিস থেকে জানা যাবে। বিজ্ঞপ্তি