'বিএনপিতে রাজনৈতিক সৌজন্যবোধের অভাব রয়েছে'

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

বিএনপির নেতা-কর্মীদের রাজনৈতিক শিষ্টাচার শিক্ষা দেওয়ার পদক্ষেপ নিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।  গতকাল রোববার সংবাদ সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য সম্পর্কে বিএনপির মহাসচিবের মন্তব্যের উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, দলটির নেতা-কর্মীদের মধ্যে রাজনৈতিক শিষ্টাচারের অভাব রয়েছে।

বিএনপির পলাতক চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবর্জিত বলে দলের মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সহানুভূতি জানাতে খালেদা জিয়ার বাড়িতে গিয়েছিলেন, অথচ কেউ তাঁকে বাড়ির গেট খুলে দেননি।
প্রধানমন্ত্রী রোববার সংবাদ সম্মেলনে বলেছিলেন, তারেক রহমানকে বিচারের মুখোমুখি হতে হবে। আদালতের রায় কার্যকর করতে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির কাছ থেকে আমাদের সৌজন্যবোধ শিক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বিএনপির নেতাদের সৌজন্যবোধ শিক্ষা দিতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৈশভোজে আমন্ত্রণ জানাতে বিএনপির প্রধান খালেদা জিয়াকে ফোন করেছিলেন। দেশের জনগণ সে সময় খালেদা জিয়ার ভাষা শুনেছেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একদিন সাজা ভোগ করতেই হবে। একজন সাজাপ্রাপ্ত আসামির সাজা কার্যকর করা রাষ্ট্রের দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কথাই গতকাল সুনির্দিষ্ট করে উল্লেখ করেছেন। তিনি বলেন, তারেককে একদিন আদালতের রায় অনুযায়ী সাজা ভোগ করতে হবে।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এক প্রশ্নের জবাবে বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট এখন একটি উপহাসের ঐক্যের নাম ও আদর্শে পরিণত হয়েছে। ইতিমধ্যেই অনেক দল এই জোট ছেড়ে চলে গেছে। তিনি বিএনপির সাংসদ রুমিন ফারহানার মন্তব্যের সমালোচনা করে বলেছেন, তিনি সংসদকে অবৈধ বলেছেন, ফলে সংসদের একজন সদস্য হিসেবে তিনিও অবৈধ।
মন্ত্রী পরে ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি তাঁর দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।