'ভাইয়ের জন্য দায়ী হতে পারি না'

‘মাননীয় আদালত, আমার বিরুদ্ধে অভিযোগের একমাত্র ভিত্তি মুফতি হান্নানের একটি জবানবন্দি। মুফতি হান্নানকে রাজসাক্ষী হওয়ার প্রলোভন দেখিয়ে সেই জবানবন্দি নেওয়া হয়। পরে তিনি লিখিতভাবে তা প্রত্যাহার করেন। আদালত তা গ্রহণও করেন। তারপর তো আমার বিরুদ্ধে আর অভিযোগ থাকে না।’
আদালতে যুক্তিতর্ক উপস্থাপনকালে এই বক্তব্য দিয়েছেন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু। ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় গতকাল বুধবার তিনি আত্মপক্ষ সমর্থন করে যুক্তিতর্ক উপস্থাপন করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. শাহেদ নূর উদ্দিন এই মামলার বিচারকার্য পরিচালনা করছেন।
গতকাল ছিল পিন্টুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সপ্তম দিন। দিনের কার্যক্রম শেষ ঘোষণা করার সময় একজন আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মামলার আগামী তারিখে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন পিন্টুর পক্ষে আইনগত বিষয়ে কিছু বলতে চান। এ নিয়ে আদালতে রাষ্ট্রপক্ষের সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি মো. আবু আবদুল্লাহ ভূঞা বলেন, ‘যুক্তিতর্কের শেষ দিকে এসে বলবেন জ্যেষ্ঠ আইনজীবী কথা বলবেন, এটা তো হয় না।’ পরে বিচারক বলেন, ‘৬,৭ ও ৮ আগস্ট এই মামলার পরবর্তী তারিখ রইল।’
পিন্টুর বিরুদ্ধে অভিযোগ হলো, তাঁর ধানমন্ডির বাসায় বসে হামলার ষড়যন্ত্র হয়। তাঁর বাসা থেকেই ঘাতকদের কাছে গ্রেনেড ও টাকা সরবরাহ করা হয়। পিন্টু বলেন, মাওলানা তাজউদ্দিন তাঁর ভাই। অন্যের সহায়তায় হুইলচেয়ারে তাঁর চলাচল। ২১ আগস্টের ঘটনার আগে তাজউদ্দিন তাঁর বাসায় আসেননি। তিনি আরও বলেন, ‘সে (তাজউদ্দিন) কী করেছে না করেছে, তা আমি বলতে পারব না। তার জন্য আমি দায়ী হতে পারি না।’