'ভিআইপি সংস্কৃতির' অপব্যবহার বন্ধ চায় টিআইবি

টিআইবি
টিআইবি

সরকারি কর্মকর্তাকে ‘ভিআইপি সুবিধা’ দেওয়ার নামে ফেরিযাত্রা প্রায় তিন ঘণ্টা আটকে রাখায় খুলনা থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সে আহত স্কুল শিক্ষার্থী তিতাস ঘোষের মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে ‘ভিআইপি সংস্কৃতির’ অপব্যবহার বন্ধের দাবি জানিয়েছে।

আজ সোমবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই দাবি জানান। তিনি তিতাস ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং নিন্দা জানিয়ে অবিলম্বে নিহত তিতাসের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান ও দোষী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘ভিআইপিদের অযাচিত সুবিধা দিতে গিয়ে সাধারণ নাগরিকের মৃত্যুবরণ করতে হবে—এ ধরনের ঘটনা কোনো গণতান্ত্রিক দেশের চর্চা হতে পারে না। সংবিধান যেখানে সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিতের অঙ্গীকার করেছে, সেখানে কোনো বিশেষ সুবিধা প্রদানের এই বৈষম্যমূলক ও অসাংবিধানিক আচরণ প্রতিহতে ব্যর্থতা লজ্জাজনক। এর প্রতিকারের জন্য সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের অবিলম্বে হস্তক্ষেপ কামনা করছি।’

সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার ও গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রচলিত চর্চার দোহাই দিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তার জন্য ‘ভিআইপি’ প্রটোকলের ব্যবস্থা করতে হবে—এ যেন এখন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। তাতে সৃষ্ট দুর্ভোগের বিষয়ে যেন কারও কোনো দায় নেই। ঘটনা সংঘটনের পর প্রচলিত চর্চার দোহাই দিয়ে এ অনাচারের দায় এড়ানোর প্রবণতা দুঃখজনক। ড. জামান বলেন, সরকারের জন্য এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর।

বিবৃতিতে ভিআইপি সুবিধার নামে জনগণের নিরাপত্তাঝুঁকিসহ হয়রানি বন্ধে এ ধরনের সুযোগ-সুবিধার সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণের আহ্বান জানায় টিআইবি। বিজ্ঞপ্তি