Borno Mela Borno Mela

একুশ আমাদের গর্ব। বাংলা ভাষার প্রতিটি বর্ণ আমাদের অহংকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে প্রথম আলো একুশে ফেব্রুয়ারিতে ‘বর্ণমেলা’র আয়োজন করে আসছে। আমাদের বাংলা বর্ণমালা, ভাষা ও ভাষাগত ঐতিহ্যের পাশাপাশি এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে এ মেলায়। এবার শুধু ঢাকায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। এবারের বর্ণমেলা সাজবে বাংলার রূপকথার বেশে। রূপকথার রাজ্যে হারিয়ে যেতে চলে এসো বর্ণমেলায়। প্রথম আলোর আয়োজনে বর্ণমেলায় সহযোগিতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি।

দিনব্যাপী বর্ণমেলায় থাকবে নানামাত্রিক সাংস্কৃতিক আয়োজন, যা এ প্রজন্মের সামনে আমাদের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরবে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য থাকবে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা এবং ‘বর্ণমেলায় গাও দেশের গান’ আয়োজন। বর্ণ-রঙের খেলা, বর্ণ আড্ডা, বর্ণ ধাঁধা, বর্ণের বিবর্তন, বর্ণমালা ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার আয়োজন, বর্ণ ও ভাষার নকশায় করা পোশাক, বই, খাবারসহ বিভিন্ন অনুষঙ্গের প্রদর্শনী, ভাষা ও বর্ণের গান, কবিতা, পাপেট/মাপেট শো ও বর্ণের ডাকটিকিট প্রদর্শনের মতো আকর্ষণীয় বিষয়। এ ছাড়া থাকবে প্রথমা বইয়ের দুনিয়া, বই বর্ণালি, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। দেশের সেরা লেখক, শিল্পী, গায়ক, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে। বর্ণমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। নতুন প্রজন্মের কাছে বর্ণের ছন্দে আমাদের ভাষাগত ঐতিহ্য ও গৌরবকে তুলে ধরাই এই বর্ণমেলার উদ্দেশ্য।

স্থান: সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডি, ঢাকা
তারিখ: একুশে ফেব্রুয়ারি ২০২৪
সময়: সকাল ৯টা থেকে বিকেল ৫টা
Borno Mela Borno Mela

দেশের গানে মাতিয়ে দাও রূপকথার রাজ্য

রূপকথার বেশে সাজানো এবারের বর্ণমেলাকে মাতিয়ে তুলতে আজই ভিডিও করে পাঠিয়ে দাও তোমার গাওয়া গান

নিয়মাবলি
  • দশম শ্রেণি পর্যন্ত যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে।
  • যেকোনো দেশাত্মবোধক গানের স্থায়ী বা মুখ গেয়ে ভিডিও বানিয়ে জমা দিতে হবে। ভিডিওর সর্বোচ্চ সময় ১ মিনিট।
  • ভিডিওটি তোমার অথবা তোমার অভিভাবকের ফেসবুক অথবা ইউটিউবে উঠিয়ে লিংকটি নির্ধারিত অনলাইন ফরমে জমা দিতে হবে। ভিডিও প্রাইভেসি সেটিংস পাবলিক করতে হবে। ভিডিওটিতে হ্যাশট্যাগ (#বর্ণমেলা) অথবা (#bornomela) করতে হবে।
  • নির্ধারিত অনলাইন ফরমে সব তথ্য সঠিকভাবে পূরণ করে ১৬ ফ্রেব্রুয়ারি ২০২৪–এর মধ্যে ভিডিও পাঠাতে হবে।
  • সেরা ১০ জন প্রতিযোগী একুশে ফেব্রুয়ারি বর্ণমেলার মূল অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাবে। সেই মঞ্চে ১০ জনের মধ্যে সেরা তিন বিজয়ীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার।
  • বিচারকদের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।

অনলাইন ফরম

Borno Mela Borno Mela

রূপকথার রঙে বর্ণ বানাও, বর্ণ পাঠাও

তুমি কি স্কুলে পড়ো? তাহলে তোমার পছন্দের জিনিস, যা সহজে নষ্ট হয় না, এমন যেকোনো বস্তু দিয়ে তোমার কল্পনার রূপকথার রঙে বর্ণ বানিয়ে পাঠিয়ে দাও প্রথম আলোর ঠিকানায়। তোমার পাঠানো বর্ণ একুশে ফেব্রুয়ারিতে আয়োজিত বর্ণমেলায় প্রদর্শন করা হবে।

বর্ণ বানানোর প্রতিযোগিতার তিনটি বিভাগ

  • ‘ক’ বিভাগ: তৃতীয় শ্রেণি পর্যন্ত
  • খ’ বিভাগ: চতুর্থ–ষষ্ঠ শ্রেণি
  • ‘গ’ বিভাগ : সপ্তম–দশম শ্রেণি

বর্ণ পাঠানোর ঠিকানা: বর্ণমেলা, প্রথম আলো ভবন, ১৯ কারওয়ান বাজার, ঢাকা।
বর্ণ পাঠানোর শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৪

Borno Mela Borno Mela

মায়ের কাছে চিঠি

এসো, মাকে একটা চিঠি লিখে ফেলি। মাকে যা বলতে ইচ্ছা করছে, সেসব কথাই লেখো। আর পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়। বর্ণমেলায় তোমার চিঠির প্রদর্শনী হবে। আর মাকে নিয়ে এসো সেরা চিঠিগুলো মঞ্চে পড়ে শোনাবে তোমরা। থাকবে পুরস্কার জেতার সুযোগ।

অনূর্ধ্ব ১০ বছর বয়সীরা মায়ের কাছে চিঠি লেখো।

চিঠির পাঠানোর শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪
চিঠি পাঠানোর ঠিকানা: ‘মায়ের কাছে চিঠি’ বর্ণমেলা, প্রথম আলো ভবন, ১৯ কারওয়ান বাজার, ঢাকা।

Borno Mela Borno Mela

রূপকথার চিত্রাঙ্কন

তুমি যদি স্কুলে পড়ো আর যদি আঁকতে চাও রূপকথার রঙিন ছবি, তাহলে চলে এসো একুশে ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯টায় ঢাকায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত বর্ণমেলায়।

সঙ্গে আনতে হবে ছবি আঁকার রং, পেনসিলসহ অন্য সরঞ্জাম

রূপকথার চিত্রাঙ্কন প্রতিযোগিতার তিনটি বিভাগ

  • ‘ক’ বিভাগ: তৃতীয় শ্রেণি পর্যন্ত
  • খ’ বিভাগ: চতুর্থ–ষষ্ঠ শ্রেণি
  • ‘গ’ বিভাগ : সপ্তম–দশম শ্রেণি

স্থান: সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডি, ঢাকা
তারিখ: একুশে ফেব্রুয়ারি ২০২৪
সময়: সকাল ৯টা থেকে ১০টা

Borno Mela Borno Mela

বর্ণলিখন

তুমি যদি স্কুলে পড়ো আর তোমার হাতের লেখা হয় সুন্দর, তাহলে চলে এসো একুশে ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০টায় ঢাকায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত বর্ণমেলায়।

সঙ্গে আনতে হবে কলম, পেনসিলসহ অন্য সরঞ্জাম

বর্ণলিখন প্রতিযোগিতার তিনটি বিভাগ

  • ‘ক’ বিভাগ: তৃতীয় শ্রেণি পর্যন্ত
  • খ’ বিভাগ: চতুর্থ–ষষ্ঠ শ্রেণি
  • ‘গ’ বিভাগ : সপ্তম–দশম শ্রেণি

স্থান: সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডি, ঢাকা
তারিখ: একুশে ফেব্রুয়ারি ২০২৪
সময়: সকাল ১০টা থেকে বেলা ১১টা

Borno Mela Borno Mela

রূপকথার চরিত্রে সেজে চলে এসো বর্ণমেলায়

এবারের বর্ণমেলা সাজবে বাংলার রূপকথার বেশে। আর এই রূপকথার রাজ্যে বাংলার রূপকথার মূল চরিত্রদের (ডালিম কুমার, সুয়োরানি-দুয়োরানি, চাঁদের বুড়ি ইত্যাদি) সাজে সেজে চলে এসো বর্ণমেলার রূপকথার বর্ণমঞ্চে। বেলা ১১টায় তথ্যকেন্দ্রে নিবন্ধন করতে হবে।

দশম শ্রেণি পর্যন্ত যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে। সেরা ১০ বিজয়ীর জন্য থাকছে বিশেষ পুরস্কার

স্থান: সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডি, ঢাকা
তারিখ: একুশে ফেব্রুয়ারি ২০২৪
সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা

যোগাযোগ

‘বর্ণমেলা’ আয়োজনের যেকোনো ধরনের তথ্য জানতে যোগাযোগের ঠিকানা: বর্ণমেলা, প্রথম আলো ভবন, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ । ফোন: ৫৫০১৩৪৩০–৩৩ (এক্সটেনশন নম্বর–৫)। মুঠোফোন: ০১৪০৪–৪৪০০৫০ ও ০১৭১২–৩৬৯২০১ (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত)।