আবেদন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও প্রথম আলো মিলে এ বছর এসএমই পুরস্কার চালু করেছে। যেসব এসএমই উদ্যোক্তা পরিশ্রম ও একাগ্রতা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তাঁদের সম্মানিত করতেই দুই প্রতিষ্ঠান যৌথভাবে প্রথমবারের মতো এই পুরস্কার চালু করেছে।

আয়োজকেরা জানান, কৃষি, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদন শিল্প ও সেরা নারী উদ্যোক্তা এই ছয়টি শ্রেণিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সেরা এসএমই উদ্যোক্তার সম্মাননা দেওয়া হবে। এই পুরস্কারের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর ব্যবসা প্রতিষ্ঠানের বয়স ট্রেড লাইসেন্স অনুযায়ী ন্যূনতম দুই বছর হতে হবে। মনোনীত বা আবেদনকারী উদ্যোক্তাকে বাংলাদেশি নাগরিক হতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর। www.smeaward.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।